ওমরাহ পালনে সৌদি আরব গেলেন অনন্ত জলিল। তিনি ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করে অনেকটা থমকে গেছেন। পরিচালনা ও প্রযোজনা থেকেও তিনি দূরে সরে আছেন।
বর্তমানে ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচারে মনোযোগী আছেন। নিয়মিত নামাজ, ইসলামের দাওয়াত এবং ধর্মীয় কাজে নিজেকে উজাড় করে দিয়েছেন। এবার তিনি গেলেন সৌদি আরব, পবিত্র ওমরাহ হজ পালনে।
হজ পালনের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে অনন্ত জলিল বলেন, ‘আজ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। প্রথমে ইনশাআল্লাহ্ মদিনাতে যাবো এবং ওইখানে তিনদিন থাকার পরে মক্কাতে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহতায়ালা যেনো আমার হজ কবুল করেন এবং সহজ করেন। আপনাদের সবার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া চাইবো এবং দেশের জন্য ও দোয়া চাইবো। সবাই সৎ পথে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং দেশের জন্য ভালো কাজ করুন।
পৌঁছানোর পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরো বলেন, আলহামদুল্লিলাহ, মদিনায় পৌঁছে এশার নামাজ পড়েছি।