পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া প্রমাণযোগ্য ও অপরিবর্তনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।
রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাত্তিস এ কথা বলেছেন। মাত্তিস এমন সময় এ মন্তব্য করলেন যখন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠকের আর মাত্র ১০ দিন বাকি।
তিনি বলেন, দুদেশকে অবশ্যই শক্তিশালী সহযোগিতামূলক প্রতিরক্ষা অবস্থান নিতে হবে যাতে, এই জটিল সময়ে কূটনীতিকরা শক্ত অবস্থানে থেকে আলোচনা চালিয়ে যেতে পারে।