
পর্দা উঠলো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ ২০১৮। রাশিয়ার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠলো এবারের আসরের। প্রথমবারের মত রাশিয়া বিশ্বকাপের আয়োজন করাতে উদ্ধোধনী অনুষ্ঠানে জৌলুশের কোন কমতি রাখেননী বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটি।
জমকালো অনুষ্ঠানে ৫০০ শিল্পীর অংশগ্রহনের মাধ্যমে রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের নান্দনিক প্রদর্শনী তুলে ধরা হয়। এরপর বিখ্যাত ব্রিটিশ পপ স্টার রবি উইলিয়ামস মঞ্চ মাতান। তার সঙ্গে মঞ্চ মাতিয়েছেন রাশিয়ার বিখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পী এইডা গারিফুলিনা।