রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় সিলেট থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্যকে সাত দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার পল্টন থানায় দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)।
মঙ্গলবার সিলেট থেকে এই পাঁচজনকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। এ ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।