এস কে লিটন : ঈদুল আজহাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও পশুবাহী ট্রাক ও পশুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যে কোনো ধরনের চাঁদাবাজি, বাড়তি হাসিল, বেপারীদের ইচ্ছার বিরুদ্ধে পশুবাহী ট্রাক হাটে নেয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন র্যাব প্রধান ও ডিএমপি কমিশনার। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন।