অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমান জ্বলে উঠলেও পাকিস্তান সুপারলীগ ক্রিকেটে হেরেছে তার দল লাহোর কালান্দার্স। মুলতান সুলতানসের কাছে ৪৩ রানে হেরেছে লাহোর।
চলতি মৌসুমের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে কুমার সাঙ্গাকারার সুলতানস। লাহোরের বোলাররা তুলোধুনো হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান।
৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নেন টাইগার কাটার মাস্টার। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ২ বলে ১৩৬ রানে অলআউট হয় লাহোর।
বল হাতে ইমতান তাহির তুলে নেন পিএসএল ইতিহাসের দ্বিতীয় হ্যাটট্রিক। লিগে টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট তালিকার সবার উপরে অবস্থান করছে মুলতান সুলতানস।