পাবনার বেড়া উপজেলায় মা ভাই সহ তিনজনকে হত্যা করেছে তুহিন শেখ নামে এক যুবক। ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে গেছে তুহিন। নিহতরা হলেন তুহিনের মা বুলি বেগম, ছোট ভাই তুষার শেখ ও খালা মরিয়ম বেগম।
পুলিশ জানায়, ভোর চারটার দিকে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন ঘুমন্ত অবস্থায় তার মা, ভাই ও খালাকে কুপিয়ে জখম করে।
এসময় চিৎকার শুনে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যান তুহিন। হাসপাতালে নেওয়ার আগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হত্যাকারী তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী দাবি করলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।