বর্তমান ১০ম সংসদের ২২তম অধিবেশনে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি আরো বলেন পাস হওয়ার আগে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া এই আইনটি আরও যাচাই-বাছাই করার সুযোগ রয়েছে,
সুতরাং এটা মনে করার কোনও কারণ নেই যে মন্ত্রিপরিষদে অনুমোদন হওয়া মানেই চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে।