টানা তিন দিনের প্রবল বর্ষণ আর মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোণা দুর্গাপুর-কলমাকান্দার ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
পানির ¯্রােতে একটি সেতুর মাটি সরে যাওয়ায় হুমকির মুখে রয়েছে শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক। নদীতে মাছ ধরতে গিয়ে কলমাকান্দায় নিখোঁজ রয়েছে হান্নান মিয়া নামের এক যুবক।
সম্প্রতি তিনশো ষোলো কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের সাইত্রিশ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে।
বন্যার কারণে এ সড়কের ইন্দ্রপুর সেতু নিয়ে অভিযোগ উঠেছে সেতুটিতে গার্ডার ওয়াল না দেয়ায় হুমকির মুখে পড়েছে সড়ক।
তবে সড়কের কাজ এখনো শেষ হয়নি, পানি চলে আসায় গার্ডার ওয়াল দেয়া যায়নি বলে জানায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার।