মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের শহীদ বেদীতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে আইজিপি জাবেদ পাটোয়ারি এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান। রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর হামলায় নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তারা।
পুলিশ এসোসিয়েশনসহ বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।