This handout from the Korea Coast Guard taken and released on January 7, 2018 shows the Panamanian-flagged tanker "Sanchi" on fire after a collision with a cargo ship at sea.
Thirty-two people, mostly Iranians, were missing on January 7 after an oil tanker collided with a cargo ship off the coast of east China, the transport ministry said. / AFP PHOTO / KOREA COAST GUARD / handout / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / KOREA COAST GUARD" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS
HANDOUT/AFP/Getty Images
পূর্ব চীন সাগরের উপকূলে ইরানের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে চীনের পণ্যবাহী জাহাজের সংঘর্ষের ঘটনায় ৩২ জন নিখোঁজ হয়েছে।
রোববার চীন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর ইরানের তেলবাহী ট্যাংকারে আগুন লেগে যায় এবং ওই অবস্থায় সেটি পূর্ব চীন সাগরের দিকে এগুতে থাকে।
সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে শনিবার সন্ধ্যায় পানামায় নিবন্ধিত সানচি ট্যাংকারের সঙ্গে চীনের এফসি ক্রিস্টাল জাহাজের সংঘর্ষ হয়। নিখোঁজদের মধ্যে দুজন বাংলাদেশিও আছে।