আজ ভোর রাতে পৃথক দুটি বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত দু’জনকেই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দিনাজপুরে এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ি এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুক যুদ্ধের সংবাদে পুলিশ ঘটনাস্থলে গেলে
সেখানে পায়ে গুলিবিদ্ধ লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে দিনাজপুরে এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
একই সময় হাকিমপুর উপজেলায় হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আলাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরে এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।