ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের র্যালিতে সহিংসতায় চারজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ২শ সহিংসতাকারীকে আটক করেছে পুলিশ।
সহিংসতাকারীরা রাস্তার পাশে থাকা গাড়িগুলোতে ও দোকানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল, স্প্রে ও জলকামান ছোঁড়ে করে।
র্যালিতে কালো পোশাক ও মুখোশ পরা সহিংসতাকারীরা। বুধবার বিষয়টি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফরাসি পুলিশের বরাত দিয়ে সহিংসতায় একজন পুলিশসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।