আমিনুল মজলিশ : প্রথমবারের মতো ৮ এর ঘর অতিক্রম করতে যাচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার। বিশ্লেষকরা বলছেন প্রবৃদ্ধির উর্ধ্বমূখী প্রবণতা অর্থনীতির জন্য নিঃসন্দেহে ইতিবাচক, তবে বৈষম্য সহনীয় পর্যায়ে আনতে না পারলে প্রবৃদ্ধির এই হার টেকসই হবে না বলে মনে করেন তারা।