ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা।
এর আগে হাতে ৬ উইকেট আর স্কোরবোর্ডে ৫৬ রান নিয়ে দিনের শুরু করে বাংলাদেশ। তবে ৫৪ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট হয় স্বাগতিকরা। ইনিংস সেরা ৩৮ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ২২২ রানে প্রথম ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা।