ঈদের পর প্রথম কার্যদিবসে প্রাণচঞ্চল হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক। গভর্নর কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করেন।
এ সময় গভর্নরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের অন্য কর্মকর্তারাও। ব্যাংকের প্রথম কর্মদিবসে গ্রাহকরাও ভিড় করেন কাউন্টারে। জমজমাট হয়ে ওঠে ব্যাংক পাড়া।
এছাড়া পুজিবাজারেও শুরু হয় প্রথম লেনদেন। বিনিয়োগকারীরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সাথে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে কাজের তেমন চাপ নেই।