প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যাবার ব্যাপারে আলোচনা করে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহসাচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গণফোরামের বিজয়ীরা শপথ না নেয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত এখনও বলবৎ আছে বলেও জানান তিনি। নির্বাচন ইস্যু ঢেকে রাখতেই সরকার বেগম জিয়াকে এখনও আটকে রাখছে বলেও অভিযোগ করেন রিজভী।