‘বাহুবলী’ প্রভাসের মেয়ে ভক্তের সংখ্যা নেহাত কম নয় ভারতে। তবে জানেন কী প্রভাস গোপনে গোপনে কোন বলিউড অভিনেত্রীকে পছন্দ করেন?
তাঁর ‘সিক্রেট ক্রাশ’ কে? শুনলে আপনিও অবাক হবেন। ‘তু চিজ বড়ি হ্যয় মস্ত মস্ত’–এর রবিনা ট্যাণ্ডনকেই মনে মনে অসম্ভব পছন্দ করেন প্রভাস।
৯০ দশকে রবিনার এই গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই সময় বহু তরুণ হৃদয়েই জায়গা করে নিয়েছিলেন রবিনা। বাদ নেই প্রভাসও।
প্রভাস তাঁর ‘সিক্রেট ক্রাশ’ নিয়ে বলেন, ‘আমি রবিনার খুব বড় ভক্ত। আমি যখনই আন্দাজ আপনা আপনার গান এলো জি সনম শুনি, তখনই মনে হয় ‘ওয়াও, কী দেখতে লাগছে রবিনাকে।’
কিছুদিন আগেই প্রভাসের সঙ্গে দেখা করেন রবিনা ট্যাণ্ডন এবং তাঁর স্বামী অনিল। ‘মস্ত মস্ত’ গার্ল রবিনার সঙ্গে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি প্রভাস।
আসলে ‘সিক্রেট ক্রাশ’ বলে কথা। প্রভাসের নতুন ছবি ‘সাহু’তে তাঁর বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ছবিটির শুটিং চলছে জোর কদমে।