শারমিন আজাদ:
প্লাস্টিক বোতল ব্যবহারের নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। এই মেয়াদ শেষে বোতল ব্যবহার করলে তা স্বাস্থ্যের ক্ষতি করে। বেশিরভাগ পানির বোতল বা জার প্লাস্টিকের হয়ে থাকে।
এর ফলে পানি দূষিত হয়ে যেতে পারে। এর মান নিয়ন্ত্রণে অভিযানে প্রায়ই জব্দ করছে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই।