মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।বৃহস্পতিবার সকাল ১১টায় তার মরদেহ শহীদ মিনারে আনা হয়।
এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানায়। পরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
পরে মরদেহ নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গত ৬ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী প্রিয়ভাষিণী।