বঙ্গবন্ধু সেতুর দু’পাড়ের মহাসড়কে কোরবানীর পশুর ট্রাকে কোন ধরনের চাঁদাবাজি হলে তাৎক্ষনিক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডি.আই.জি এ.কে.এম হাফিজ আক্তার।
দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হাটিকুমরুল মোড়ে সওজের চলমান মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে কড়াভাবে এবার নির্দেশনা রয়েছে যে, কোন ধরনের চাঁদাবাজি বা চালক-যাত্রীদের হয়রানী করা হলে তা মেনে নেয়া হবে না।