দেশে ত্রাণসামগ্রীর কোন অভাব নেই এবং সারাদেশে চলমান বন্যা দীর্ঘস্থায়ী হবেনা বলেও আশা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এ আশা ব্যক্ত করেন।
এসময় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, জেলা প্রশাসনসহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের নিদের্শনা দেয়া হয়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। সভায় জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামিম, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি ও আহসানুল হক টিটু এমপি।