পারভেজ রাসেল:
বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডের প্রায় ১৪ জন কাউন্সিলর গত ৫ বছর ধরে নিয়মিত দিচ্ছেন না হোল্ডিং ট্যাক্স।
আর সাধারণ মানুষ সময়মত কর না দিলেই গুণতে হচ্ছে বাড়তি জরিমানা। এতে উৎসাহ হারাচ্ছেন সাধারন মানুষ।
এ সিটি করপোরেশনে ৫ লাখ মানুষের বসবাস। বিপুল সংখ্যক মানুষের আয়ের একটি বড় অংশ কর থেকে আসে।
সিটি কাউন্সিমলরা ট্যাক্স দিচ্ছেন না বলে তার নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ নাগরিকদের উপর।
এ অবস্থায় বরিশাল সিটি করপোরেশনের উন্নয়ন ও কর্মীদের বেতন ভাতা আটকে আছে।
সিটি করপোরেশনের সচিব জানান তাদের ২০ কোটি টাকার চাহিদা রয়েছে। তবে এর মধ্যে বকেয়া রয়েছে ৮ কোটি টাকা। যথা সময়ে ট্যাক্স না পাওয়ায় এই পার্থক্যের তৈরি হয়েছে।
সাধারণ মানুষ এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন। রক্ষক যখন ভক্ষক তাই উন্নয়নমূলক কাজ ও কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা ঠিকভাবে দেওয়া যাচ্ছে না।