বরেন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মরদেহ দেশে আনা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি বিমানে গতরাত পৌনে ১ টায় মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে তার মরদেহ গ্রীন রোডের বাসায় রাখা হয়।
আজ বাদ জোহর প্রথম জানাযা অনুষ্ঠিত হবে গ্রীন রোডের ডরমিটরি জামে মসজিদে এবং আসরের নামাজের পরে তার মরদেহ নেয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।