শুরু হয়েছে বর্তমান সরকারের মেয়াদে শেষ বাজেট অধিবেশন। সকাল সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যস‚চি শুরু হয়।
এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়। রমজানের সময় প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হবে।
তবে ঈদের পর প্রতিদিন বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। চলতি বছরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সে হিসেবে এবারের বাজেট অধিবেশনই হচ্ছে শেষ বাজেট অধিবেশন।
আগামী ৭ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন।
এরপর দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৮ জুনের মধ্যে বাজেট পাস হবে। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অধিবেশনের বিরতি থাকবে। বিরতির পর ১৮ জুন ফের অধিবেশন শুরু হবে।