বি-টাউনে একটা কথা খুব প্রচলিত, সেটা হল ‘তারকা ঘরানা’। জানেন কী, পাকিস্তানি শিল্পী আলি জাফরের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে আমির খানের। তেমনই রয়েছে করণ জোহরের সঙ্গে আদিত্য চোপড়ার। অবাক হলেন? তা হলে দেখে নিন তারা কীভাবে একে অপরের সঙ্গে জড়িত।
করণ জোহর-আদিত্য চোপড়া:
জানেন কী, জোহর এবং চোপড়া, বি-টাউনের এই দুই নামজাদা তারকা পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?
করন জোহরের মামাতো ভাই হন আদিত্য চোপড়া। করনের মা হিরু জোহর আদিত্য চোপড়ার বাবা যশ চোপড়ার নিজের বোন।
রূপালি পর্দায় করনের এন্ট্রিও হয় আদিত্য চোপড়ার হাত ধরেই, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মাধ্যমে।
রানি মুখোপাধ্যায়-সিমি গারেওয়াল:
আদিত্য ঘরণী রানি মুখোপাধ্যায় সম্পর্কে সিমি গারেওয়ালের বৌদি হন।
সিমির মা দ্রাস্টি আদতে আদিত্য চোপড়ার মা পামেলা চোপড়ার বোন।
টাবু-শাবানা আজমি:
দু’জনেই দক্ষ অভিনেত্রী। জানেন কী, টাবু সম্পর্কে শাবানার ভাইঝি হন? টাবুর বাবা জামাল হাসমি শাবান আজমির ভাই।
ফারহা খান-ফারহান আখতার:
একজন দক্ষ কোরিওগ্রাফার ও পরিচালক। অপর জন দক্ষ অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্টরাইটার।
বি-টাউনে দু’জনেরই জনপ্রিয়তা তুঙ্গে। আবার দু’জনেই পারিবারিক সূত্রে আত্মীয়। ফারহানের মা ডেইসি ইরানির বোন মানেকা ইরানির মেয়ে ফারহা।
শ্রদ্ধা কাপূর-লতা মঙ্গেশকর:
ভাবছেন তো এঁদের দু’জনের মধ্যে কী সম্পর্ক? শ্রদ্ধার দাদু লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের চাচাতো ভাই। এ বার বুঝলেন তো অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা গানেও এত পারদর্শী কেন!
আরমান মালিক-অানু মালিক:
আরমানের বাবা ডাবু মালিক সম্পর্কে অনু মালিকের ভাই। এই কাকা-ভাইপো জুটি সঙ্গীতের দুনিয়ায় বাজিমাত করেছেন।
সোনম কাপূর-রণবীর সিংহ:
জানেন কী, বলিউডের এই দুই হার্টথ্রব আদতে ভাইবোন? সোনমের ‘নানি’ আর রণবীরের ‘দাদি’ সম্পর্কে দুই বোন।
কাজল, অয়ন মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়:
কাজল, অয়ন এবং শর্বাণী সম্পর্কে ভাইবোন। কাজলের বাবা শমু মুখোপাধ্যায়, অয়নের বাবা দেব এবং শর্বানির বাবা রোনো সম্পর্কে ভাইবোন।
শরমন যোশী-প্রেম চোপড়া:
জানেন কী, শরমন আদতে প্রেম চোপড়ার জামাই? এখানেই শেষ নয়, শরমনের বোন মানসী যোশী অভিনেতা রোহিত রয়ের স্ত্রী।
আলি জাফর-আমির খান:
মনে আছে ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে ইমরান খানের দাদার চরিত্রে অভিনয় করেছিলেন আলি জাফর?
মজার ব্যাপার হল, আলি জাফর সম্পর্কে ইমরানের কাকা হন।
আসলে, আলির স্ত্রী আয়েষা ফাজলি আমির খানের দূর সম্পর্কের বোন।
আলিয়া ভাট-ইমরান হাসমি:
এটা অবশ্য অনেকেরই জানা যে, ইমরানের মামাতো বোন হন আলিয়া। ইমরানের মা আসলে মহেশ ভট্টের চাচাতো বোন।