অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসক ওমর আল বসিরকে ক্ষমতাচ্যুত করার এক দিনের মাথায় পদত্যাগ করেছেন সুদানের সামরিক কাউন্সিলের প্রধান। ওমর আল বসিরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকায় শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে আউফ রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন।
নিজের উত্তরসূরি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রহমান বুরহানের নাম ঘোষণা করেছেন তিনি। আউফের পদত্যাগকে নিজেদের বিজয় আখ্যা দিয়েছেন সুদানের বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠন সুদানের পেশাজীবী সংস্থা।