‘বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে, চক্রান্ত চলছে বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর। এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া সরাসরি রাজাকার, জঙ্গী সন্ত্রাসের পক্ষ নিয়ে চক্রান্তের পথে রাজনীতি করছেন।
সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু। জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।