আজকের ক্ষুদে খেলোয়াড়রাই দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নেবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরো বলেন, এই কিশোর-কিশোরীদের হাত ধরেই একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে পাবনার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কক্সবাজার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে ময়মনসিংহের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহের দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়।