বিজিবি ও বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত সীমান্তের ৮.৩ কিলোমিটার এলাকা ‘ক্রাইম ফ্রি জোন’ হিসেবে ঘোষণা করা হয়।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আজ দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার কাল্যানী সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা প্রশাসক আশরাফউদ্দিন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন
আরো উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এবং বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা, আইপিএস।
উৎসবমুখর পরিবেশে এলাকাটিকে অপরাধমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন অবমুক্ত করা হয়।