আজ থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের আট দশমিক তিন কিলোমিটার এলাকা প্রথমবারের মতো অপরাধমুক্ত এলাকা ঘোষণা করা হবে।
দুপুরে যশোরের বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সীমান্তে ৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমা এলাকায় ক্রাইমফ্রি জোন উদ্বোধন করা হবে।
২০১৭ সালের অক্টোবর মাসে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে দুদেশ সম্মত হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর সীমান্ত এবং ভারতের কালিয়ানি ও ঘোনারমাঠ এলাকার মোট ৮.৩ কিলোমিটার সীমান্ত পরীক্ষামূলকভাবে ক্রাইমফ্রি জোন ঘোষণা করা হচ্ছে।