অাবু সাঈদ অপু:
শুরু হলো ভাষার মাস একুশে ফেব্রুয়ারী। এই মাসেই বাঙালী জাতি রক্তের বিনিময়ে অর্জন করেছিল বাংলা ভাষা। অথচ সেই ভাষা নিয়ে চলছে তেলেসমাতি।
সর্বত্রই এখনো বাংলা ভাষার প্রচলন না হওয়ায় এবং বাংলাকে বিকৃতভাবে উচ্চারণের অভিযোগ করেছেন ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধারা। শুধু তাই নয়, শুদ্ধ ভাষা উচ্চারণ ভঙ্গি নিয়েও রয়েছে অসন্তোষ।

বাংলা ভাষা অর্জনের মাস ফেব্রুয়ারী। সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা।
অথচ সেই ভাষা আজ উপেক্ষিত। সর্বত্রই বাংলা ভাষার প্রচলন চালু না হওয়ায় ক্ষোভ ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর।
তিনি বলেন, ভাষা নিয়ে যে চর্চা অনুশীলন করার দরকার তা করা হচ্ছে না। যেগুলো যথাযথভাবে করার তা করা হচ্ছে না।

আর ভাষা সৈনিক কামাল লোহানী আক্ষেপ প্রকাশ করেন বিকৃত ভাষা ও অশুদ্ধ উচ্চারণ নিয়ে।
তিনি বলেন, আমাদের কাজ ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা। সেই জায়গাটায় আমরা দেখা যাচ্ছে শূন্য।
একইসাথে বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলা নিয়েও রয়েছে অসন্তোষ মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষালের।

তিনি বলেন, কথায় কথা ইংরেজি আবার বাংলা। না বাংলা না ইংরেজি। একটি দুঃখ লাগে এমন কাণ্ডে জানান মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল।
তবে পরামর্শও ছিলো তাদের। তারা জানান, যত তাড়াতাড়ি সচেতন হওয়া যায় ততেই ভালো হবে ভাষার।
সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করলে তা দূরা হবে বলে মনে করেন তারা।