ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৬৫ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।
সোমবার সকালে বাগদাদের কেন্দ্রস্থল এভিয়েশন স্কয়ারে কর্মিদের ভিড়ের মাঝে ২ আত্মঘাতী হামলাকারি তাদের শরিরে থাকা বোমার বিষ্ফোরন ঘটালে হতাহতের এই ঘটনা ঘটে।
এই হামলায় আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ।