বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে, খাদে পড়ে চাকলসহ ৬ জন নিহত হয়েছে।
এসময় আহত হয়েছে আরো ১৫ যাত্রী। দূর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাটসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানাগেছে।
এদের মধ্যে রয়েছেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা গ্রামের হেকমোত আলী বিশ্বাস , খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকার কুদ্দুস সরদার ও বাসের চালক খুলনা রূপসা থানার নৈহাটি এলাকার ফরহাদ শেখ। এছাড়া নিহতদের মধ্যে অজ্ঞাত এক মহিলাও রয়েছেন।