মাইটিভি সংবাদ বাজারে চাল ডাল তেলসহ সব পণ্যেরই উচ্চমূল্য January 26, 2018 0 149 Share Facebook Twitter WhatsApp Linkedin Email Print Viber বাজারে চাল ডাল তেলসহ সব পণ্যেরই উচ্চমূল্য স্থিতিশীল। পেঁয়াজসহ কিছুটা কমেছে শাকসবজির দাম। বিক্রেতারা বলছেন, আমদানি বাড়ায় কিছু কিছু পণ্যের দাম কমছে। তবে দাম নিয়ে ভিন্ন মত ক্রেতাদের । মনিটরিং জোরদার করার দাবী সাধারণ মানুষের।