শ্যুটিংয়ের বাইরে তিনি যে শুধুমাত্র পরিবারের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটাতে পছন্দ করেন তা বেশ স্পষ্ট সালমান খানের বিভিন্ন সোশ্যাল পোস্ট থেকে।
কখনও তাঁকে দেখা যায় ভাইয়ের ছেলেদের সঙ্গে ভিডিও গেমস খেলতে আবার কখনও বোন অর্পিতার ছেলে আহিলের খেলার সঙ্গী হতে। যে কোনও অনুষ্ঠানেও বাবা-মায়েদের সঙ্গেই থাকতে বেশি ভালোবাসেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান।
সম্প্রতি সালমান খান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে বাবা সেলিম খানের সঙ্গে পুরনো হিন্দি গানে গলা মেলাতে। সুহানি রাত ঢল চুকি গানটি মন দিয়ে গাইতে দেখা যায় সেলিম খানকে।
ভিডিওর নিচে ক্যাপশনে সালমান খান লিখেছেন, ‘আমাদের পরিবারের সুলতান, টাইগার, ভারত…’ ১৯৪৯ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি দুলারিতে এই গানটি গেয়েছিলেন মুহাম্মদ রাফি। গানের কথা লিখেছিলেন শাকিল বাদাউনি এবং সুর দিয়েছিলেন প্রখ্যাত শিল্পী নৌশাদ।