৮ ফেব্রুয়ারি রায় নির্ভর করবে আদালতের ওপর তবে বিএনপি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা প্রতিহত করবে ১৪ দলের কর্মীরা।
আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ১৪ দলের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বিকেলে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
এ সময় তিনি বলেন, অযৌক্তিক এবং অসাংবিধানিক দাবি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বানচাল করতে চায়।
দেশের উন্নয়নকে পুঁজি করে সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলেও জানান মোহাম্মদ নাসিম।