পিলখানায় বিডিআর বিদ্রোহের দিন খুব ভোরে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এমন প্রশ্নের উত্তর সময়ের দাবি বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে একথা বলেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। হাছান মাহমুদ বলেন, পিলখানার বিডিআর বিদ্রোহে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হয়েছে বিএনপি। আন্তর্জাতিক সম্প্রদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাই বলে দেয়, আগামী নির্বাচনে দেশের জনগন আবারো আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে।