সবে শেষ হয়েছ কিশোর কুমার জুনিয়ারের শুটিং। ‘দৃষ্টিকোণ’-এর সাফল্যোর মাঝেই ছেলে মিশুক ও স্ত্রী অর্পিতাকে নিয়ে এই মুহুর্তে বিদেশে ছুটির মেজাজে প্রসেনজিৎ।
ছেলে মিশুক মেসির ভক্ত। তাই রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা সেরে মস্কো হয়ে তাঁদের যাওয়ার কথা নিউ জার্সিতে। সেখানে বিদেশিদের আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা।
কোলকাতাসহ দুই বাংলায় সমান জনপ্রিয় প্রসেনজিৎ।
স্ত্রী অর্পিতা ও ছেলে মিশুককে নিয়ে বেশ ভালোভাবে বিদেশে সময় পার করছেন তিনি।
তবে ছেলে যেহেতু খেলার ভক্ত তাই তাকে রাশিয়ার একটি স্টেডিয়ামে খেলা দেখেন জনপ্রিয় এই নায়ক।