বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আধাবেলা হরতাল ও সমাবেশ করেছে সিপিবি, গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদ। প্রেসক্লাবে সমাবেশে দলের নেতারা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর কোন যৌক্তিক কারণ নেই।
তারা আরো বলেন, মেগা প্রকল্পে মেগা লুটপাট চলছে। আগামী বছর গ্যাসের দাম ফের বাড়ানো হবে এমন আশংকাও করছেন তারা। হরতালের সমর্থনে শাহবাগ, পল্টন এলাকায় মিছিল বের করা হয়।