এস এম খোরশেদ আলম : বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপন করছেন মানুষ। দিনের শুরুতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে আদায় করা হয় ঈদের নামাজ। দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। জামাত শেষে কোলাকুলি করে মানুষ শুভেচ্ছা বিনিময় করেন। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন মুসল্লিরা।