হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে সৃষ্ট যানজট দূর করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
সচিবালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। যানজটের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে প্রধান সড়কে যেতে আলাদা কোনো রাস্তা করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
সব বিমানবন্দরকে উন্নত বিশ্বের বিমানবন্দরের মানে নেয়ার প্রত্যাশার কথাও জানান মন্ত্রী। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওয়ার্কার্স পার্টিও সভাপতি রাশেদ খান মেনন।