জন্মদিনে ভালবাসার মানুষকে পাশে নিয়ে কাটাতে পছন্দ করেন কম বেশি প্রত্যেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের সেলেব, সেই তালিকা থেকে বাদ যান না কেউই।
আর তাই আমির খানও বুধবার নিজের জন্মদিনটা কাটালেন স্ত্রীর সঙ্গে। এদিন ৫৩ বছরে পা দিয়েছেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। আর জন্মদিন পালন করতেই রাজস্থান থেকে সোজা মুম্বাইয়ে চলে আসেন আমির।
বিমানবন্দরেই স্ত্রী কিরণ রাও–কে জড়িয়ে ধরেন, এমনকি প্রকাশ্যে চুমুও খান। আর সেই ছবিই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীর প্রতি আমিরের এই ভালবাসা মন জয় করে নেয় তাঁর অগণিত ভক্তদের।
বর্তমানে ‘থগস অব হিন্দুস্তান’–এর শুটিংয়ের জন্য রাজস্থানে ছিলেন আমির। সেখান থেকেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে জন্মদিন পালনের উদ্দেশ্যে সোজা মুম্বাই উড়ে আসা তাঁর। পরে প্রতিবারের মতোই এবারও সাংবাদিক সম্মেলন করে কেক কাটেন আমির।
সঙ্গে ছিলেন স্ত্রী কিরণও। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি। পাশাপাশি ‘থাগস অব হিন্দুস্তান’–এ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতার ব্যাপারেও জানান।