চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত যুবকের আঙুলের ছাপ ক্রিমিনাল ডেটাবেজে থাকা এক অপরাধীর সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
তিনি আরো জানান, নিহত যুবকের নাম মো. পলাশ আহমেদ। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকায়। নিহত যুবক রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য বিমানে চড়েন বলে জানিয়েছে র্যাব।