পারস্পরিক মুগ্ধতা আছে তাঁদের দুই জনেরই। আগে বেশ কয়েকবার বিরাট কোহলি বলেছেন। এবার ভারত অধিনায়কের প্রশংসায় মুখ খুললেন পাকিস্তানের পেসার মোহম্মদ আমির।
জানিয়ে দিলেন, ‘বিরাট এমন এক প্লেয়ার যে কাউকে দ্বিতীয়বার সুযোগ দেন না।’ কী দেখে মনে হল? আমিরের কথায়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ক্যাচ যখন ফসকেছিল আমি ভেবেছিলাম, ব্যস হয়ে গেল। ওকে আর থামানো যাবে না।
আসলে ৯০ শতাংশ সময়েই বিরাটের ক্যাচ একবার ফেলে দিলে, ও আর থামে না। সেঞ্চুরি করেই ছাড়ে। এই তো ক’দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দেখলাম তেমনই করতে বলেন আমির।
আমির এর সঙ্গেই যোগ করেছেন, ‘বিরাটকে তুলে নিতে পারলে, ভারত ৫০ শতাংশ ম্যাচ থেকে হারিয়ে যায়। আর বিরাট যদি টিকে যায়, তা হলে ৮০ শতাংশ ক্ষেত্রেই ভারত জেতে। ও রান তাড়া করতে পারে। চাপ নিতেও জানে। তাই বিরাট, শিখর আর রোহিতকে আমরা শুরুতেই টার্গেট করেছিলাম।’