গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন, সঙ্গী হয়েছে পর্তুগাল। গ্রুপ ‘বি’ থেকে নিজেদের শেষ ম্যাচে ইরানের সাথে ১-১ গোলে ড্র করেছে পর্তুগীজরা।
আর মরক্কোর সাথে ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছে স্পেন। অপরদিকে স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এ’ এর শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে উরুগুয়ে। আর মিশরকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব।