বঙ্গবন্ধু স্যাটেলাইটের ম্যাধমে সম্প্রচার কার্য পরিচালনার জন্য বেসরকারি টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এরই মধ্যে ৬টি চ্যানেল চুক্তিবদ্ধ হলেও খুব শীঘ্রই বাকি চ্যানেলগুলোরও চুক্তিবন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বেসরকারি চ্যানেলগুলোতে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে জানিয়ে বিদেশী সিরিয়াল প্রচারের ক্ষেত্রে সম্প্রচার নীতিমালা অনুসরনের আহ্বান জানান তথ্যমন্ত্রী।