খালেদা জিয়ার মামলায় তার আইনজীবীদের সহায়তার জন্যে ব্রিটিশ হাউজ অব লর্ডসের মেম্বার লর্ড কারলাইলকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামা আলমগীর এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার মামলায় তার আইনজীবীদের সহায়তার জন্যে বৃটিশ কুইন্স কাউন্সিল এবং হাউজ অপ লর্ডস এর মেম্বার ‘আইনজীবী লড কারলিল’কে নিয়োগ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে চেয়ারপার্সনের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনেও বাঁধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
মির্জা ফখরুল বলেন, ব্রিটেনে যারা আমাদের রাজনীতির সমর্থক রয়েছেন তারা আলোচনা করে এ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। লর্ড কারলাইল দীর্ঘদিন ধরে আইনি পেশার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত।
ফখরুল জানান, তিনি (লর্ড কারলাইল) খালেদা জিয়ার মামলা পরিচালনায় আইনজীবী দলের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। এখন থেকে লর্ড কারলাইল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় পরামর্শ ও সহযোগিতা করবেন। প্রয়োজনে তিনি বাংলাদেশেও আসবেন বলে জানান ফখরুল।