মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যানন এবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ব্রেইটবার্ট থেকে পদত্যাগ করেছেন।
ট্রাম্পের ছেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের জের ধরেই এই পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়রের সাক্ষাতকারকে ‘রাষ্ট্রদোহিতামূলক’ বলে মন্তব্য করেছেন ব্যানন।
ব্যানন ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত ও বিতর্কিত সহযোগীদের মধ্যে একজন ছিলেন। তবে গত গ্রীষ্মেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। অপসারিত হওয়ার পর ব্যানন পুনরায় ডানপন্থী ব্রেইটবার্ট নিউজ-এর দায়িত্বে ফিরে যান।