ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনাকালে ব্রেক্সিট পরিকল্পনা থেকে সরে আসবেন না বলে আবারো দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।
এক সাক্ষাতকারে তিনি জানান, ইইউ’র সাথে আলোচনায় তার প্রস্তাবিত পরিকল্পনায় জাতীয় স্বার্থ বিরোধী হয় এমন কোনো বিষয়ে কোনো সমঝোতা তিনি করবেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো জানান, যারা ব্রেক্সিট আবেদন প্রত্যাহার চান তাদের আহবানে সাড়া দিয়ে তিনি দেশে দ্বিতীয় কোনো গণভোটের আয়োজন করবেন না বলেও সাফ জানিয়ে দেন।